এ.এস.পি মাইন্ড ক্যাম্প

ঘটনাচক্রে সামাজিক উদ্বেগজনিত রোগ সম্পর্কে অনেকেই জানেন। কিন্তু যখন কোন ব্যক্তি সামাজের আর পাঁচজনের মধ্যে তালমিল পান না, তখন সে নিজেকে সমাজ থেকে বিচ্ছিন্ন মনে করে। এর ফলে, তার আচরণ অন্যদের দ্বারা নিশ্চয়ই প্রভাবিত হয় এবং তিনি অন্যদের বিচার বিবেচনায় সংকোচিত হয়ে পড়ে। সেসব ব্যক্তিদের বাস্তব জীবনে সহায়তা করার জন্য আমাদের সবাইকে সমাজের সমরক্ষক হতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে।
আসুন সবাই আমরা এই মাইন্ড ক্যাম্পটিতে যুক্ত হই এবং নিজেদের মানসিক স্বাস্থ্য সচেতন হই।
এ.এস.পি মাইন্ড ক্যাম্প –
স্থান: বিশ্বসাহিত্য কেন্দ্র।
তারিখ: ৪ঠা মার্চ ও ১০ই মার্চ।
ফি: ৯৯৯ টাকা
রেজিস্ট্রেশন লিঙ্ক: ক্লিক করুন 

More from Author

No data was found
Address:
7th floor, Bangabandhu Sheikh Mujib Medical University Hospital, Main Building, Shahbagh, Dhaka
Get Connected
Groups

© All rights reserved 2022

Developed by      SMS iT World