Cyber Bullying And Your Self Confidence

আচ্ছা! কখনো কি আপনার মনে হয়েছে যে আপনি মানুষের করা কোন কটুক্তিতে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন?

আপনার বন্ধুর কিংবা মানুষের কোন কথা আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে?

প্রতিনিয়ত এত এত মানুষের সাথে আমাদের পরিচয়। কখনো কারো কথায় আমরা উজ্জীবিত হই আবার কখনো কারো কথায় আমাদের আত্মবিশ্বাস নড়বড়ে বা ভেঙে যায়।
কখনো কি ভেবে দেখেছেন এমনটা কেন হয়?

কখন কখনও মানুষজন ইচ্ছাকৃতভাবেই আপনার আত্মবিশ্বাস ভেঙ্গে দিতে আপনাকে নিয়ে কটুক্তি করে-
যেটা বুলিং এর অন্তর্ভুক্ত।

আমরা প্রতিনিয়তই অনলাইন জগতে বুলিং (সাইবার বুলিং) এর শিকার হয়ে নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছি।

কিন্তু জানিনা কিভাবে এই হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হয় কিংবা সাইবার বুলিং এর শিকার হবার পরেও নিজের আত্মবিশ্বাসকে অক্ষুণ্ণ রাখতে হয়…

আপনি যদি একজন সাইবার বুলিং এর শিকার হওয়া ব্যক্তি হয়ে থাকেন, নিজের আত্মবিশ্বাসকে আবার ফিরিয়ে আনতে চান । তাহলে যুক্ত হন প্রজেক্ট আওয়াজ কর্তৃক আয়োজিত অনলাইন ওয়েবিনার-

Cyber Bullying And Your Self Confidence. এ

Guest : GM Iftekhar Iftee
Founder, Mindvana
Senior Counsellor, Counselling Hub
Aachol Foundation

Date : 24-12-2022

Time : 6.30pm- 8 pm

More from Author

No data was found
Address:
86/1 RK Tower, Bir Uttam C. R. Datta Road, Banglamotor, Dhaka -1205

© All rights reserved 2025

Developed by Aachol Foundation