আমাদের সার্টিফাইড কাউন্সিলর কাউন্সিলিং সেবা দিয়ে থাকেন। কাউন্সিলর হিসেবে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। ক্লায়েন্ট তার পছন্দ অনুযায়ী নারী বা পুরুষ একজনের থেকে সেবা গ্রহণ করতে পারবেন।
অনলাইন প্লাটফর্মে কাউন্সিলিং করানো হয়ে থাকে। হোয়াটস অ্যাপ-এর মাধ্যমে সেবা দেওয়া হয়ে থাকে।
সেশনের জন্যে বিকাশে পেমেন্ট করতে হয়। প্রতি সেশন ৫০০ টাকা এবং সিনিয়র কাউন্সিলর কাউন্সিলিং -এর ক্ষেত্রে ৭০০টাকা । টাকা পেমেন্টের পর আমাদের পেজে মেসেজ দিয়ে কনফার্ম করতে হয়। যদি ক্লায়েন্ট প্রথম সেশনের পর মনে করেন যে তার কোনো উপকার হয়নি এবং তিনি পরবর্তীতে আর সেবা নিতে চান না, সেক্ষেত্রে তাকে টাকা ফেরত দেওয়া হবে।
সেশন নিতে হলে প্রথমে একটা গুগল ফর্ম পূরণ করতে হয়। তারপর বিকাশে পেমেন্ট করে কনফার্ম করতে হয়। পেজে মেসেজ দিয়ে পেমেন্ট কনফার্ম করলে আমরা কাউন্সিলরের সাথে কথা বলে সেশনের সময় ও তারিখ ক্লায়েন্টকে জানিয়ে দেই।
একটি সেশন ৪৫-৬০ মিনিট ধরে চলে।
সাধারণত ৮টি সেশন লাগে। তবে কেস অনুযায়ী সেশন সংখ্যা বাড়তে বা কমতে পারে।
প্রতি সপ্তাহে একটি করে সেশন নেওয়া হয়।
© All rights reserved 2025
Developed by Aachol Foundation