২৪ ডিসেম্বর, ২০২২

Aachol Foundation Campus Ambassador

WhatsApp Image 2022-12-21 at 9.56.48 PM

বিস্তারিত

তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের জন্য কাজ করাই আঁচল ফাউন্ডেশনের প্রধান কাজ। এখন মানুষ তাদের শারীরিক স্বাস্থ্য নিয়েই ব্যস্ত থাকে। ফলে কেউই তাদের মানসিক স্বাস্থ্যের কথা উপলব্ধি করে না।যার ফলে মানুষ পরে নানা মানসিক স্বাস্থ্যজনিত সমস্যায় ভুগে।তাই আমাদের ফাউন্ডেশন মানুষদের মানসিক স্বাস্থ্য নিয়ে জ্ঞান দান করে।
সম্প্রতি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রিক্রুটমেন্ট চলছে। যার জন্য এমন ক্যান্ডিডেট প্রয়োজন যারা আমাদের আঁচল ফাউন্ডেশনের কাজকে তাদের বিশ্ববিদ্যালয়ে প্রচার করবে। মূলত তারা আমাদের ফাউন্ডেশনের প্রতিনিধি হিসেবে কাজ করবে।
এই রিক্রুটমেন্টে আবেদন করার জন্য শিক্ষার্থীদের কিছু গুণ থাকতে হবে। যেমনঃ
১. তাদের মধ্যে একজন প্রতিনিধি হওয়ার মনোভাব থাকতে হবে।
২.আত্মবিশ্বাসী এবং সাহসী হতে হবে।
৩.মানসিক স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান থাকা লাগবে।
৪.নেতৃত্ব দানের অধিকারী হতে হবে।
রেজিষ্ট্রেশন ফর্মঃ https://forms.gle/rvfdgwYBzNMV8Kqw5
আবেদনের সময়সীমাঃ ২৪ ডিসেম্বর, ২০২২।
Address:
86/1 RK Tower, Bir Uttam C. R. Datta Road, Banglamotor, Dhaka -1205
Get Connected
Groups

© All rights reserved 2022

Developed by      Aachol Foundation