Google Meet
18 August 2023 08pm

Be Proactive with Your Time, Make your day purposeful

(BST)

বিস্তারিত

জীবনে একবার চলে যায় আর কখনো ফিরে আসে না সময়!

সময় এমনই একটি মূল্যবান বস্তু যা একবার হারিয়ে গেলে আর কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। কিন্তু সময়ের প্রকৃত মূল্যায়ন কি আমরা করতে পারছি?

সময় ব্যবস্থাপনা সম্পর্কে কি আমাদের আদৌ কোন ধারণা আছে?

জীবনে সময়কে কার্যকর ভাবে ব্যবহার করার মাধ্যমে একটি সুন্দর এবং সফল জীবন গড়ে তোলা সম্ভব। তাই আঁচল ফাউন্ডেশন এর উদ্যোগে “Be Proactive with your Time”~ Make your day purposeful~ নামক একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে।

✦সময়কে কার্যকর ভাবে ব্যবহার করতে এর পাঁচটি মূলনীতি রয়েছে।

★ Determine Priorities.

★ Learn to say “No.”

★ Set Goals.

★ Establish realistic Deadlines.

★ Make it a Routine & habit.

✦সময় ব্যবস্থাপনার পাঁচটি মূলনীতি ছাড়াও এর তিনটি মূল উপাদান রয়েছে।

★ Planning.

★ Prioritizing.

★ Performing.

 

ওয়ার্কশপটিতে অংশগ্রহণ করার মাধ্যমে কার্যকর সময় ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং যা জীবনে প্রয়োগ করার মাধ্যমে সফল ও সুন্দর জীবন গঠন করা যাবে।

 

Workshop on

Be Proactive with Your Time.

Make your day purposeful

★ Guest:

Sabbir Sarkar

Founder, EnglishA2Z & BDYoungStarz

 

✦ Organised by: Project Be The Linchpin & Home Economics Chapter!

Address:
86/1 RK Tower, Bir Uttam C. R. Datta Road, Banglamotor, Dhaka -1205
Get Connected
Groups

© All rights reserved 2022

Developed by      Aachol Foundation