International Volunteer Day: সাফল্যের পথে এক ধাপ

গত ৫ই ডিসেম্বর ছিল ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে। আমরা যারা ভলেন্টিয়ার কাজের সাথে যুক্ত তাদের জন্য এটি বিশেষ একটা দিন। এইবার অর্থাৎ ২০২২ সালের থিম ছিল “solidarity through volunteering”। ১৯৮৫ সাল থেকে ভলেন্টিয়ারদেরকে তাদের কাজে উৎসাহ দিতে, সমাজের উন্নতিতে তাদের অক্লান্ত পরিশ্রম ও অবদান চিহ্নিত করতে এই দিনটি পালিত হয়ে আসছে। VSO Bangladesh , Volunteer Opportunity সাথে যৌথভাবে, International Volunteer Day উদযাপনের জন্য Institute of Disaster Management and Vulnerabilities Studies (IDMVS) এর সাথে ‘Volunteerism in Bangladesh: IVD 2022’ আয়োজন করছে। এই অনুষ্ঠানটি আয়োজন করার উদ্দেশ্যর মধ্যে একটি হলো, দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে সেচ্ছাসেবীদের অবদান সম্পর্কে জানা এবং তা উদযাপন করা। সেচ্ছাসেবী হিসেবে কাজ করে এমন বেশ কিছু সংস্থা অংশগ্রহণ করেছিল। সারা দেশের সেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে ১২০ সংস্থাকে তাদের অসাধারণ কাজের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এই অনুষ্ঠানে SDG এর ১৭টি লক্ষ্য কাজ করতে উৎসাহ প্রদান করা হয় বিশেষ করে মানসিক স্বাস্থ্য এবং জলবায়ু বিষয়ের ওপর বেশি গুরুত্ব দিতে বলা হয়। এই বিশেষ দিনটি আরও বিশেষ হয়ে ওঠে যখন আমরা জানতে পারি আঁচল ফাউন্ডেশন দেশের মনোনিত ১০০ ভলান্টিয়ারিং অর্গানাইজেশনের মধ্যে প্রথম ৫ ভলেন্টিয়ার সংস্থার মধ্যে মনোনীত হয়েছে। যা আমাদের খুশি ও কাজ করার উৎসাহ কে একশগুন বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ VSO Bangladesh, Volunteer Opportunity, DUIDMVS কে আঁচল ফাউন্ডেশনকে ভলেন্টিয়ার কাজের উৎসাহ বাড়াতে এ ধরনের উদ্যোগ আয়োজন করার জন্য। এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিমন রহমান, শাহিন বিন সিরাজ, খাবিরুল হক কামাল, মুশারাল তানসেন, শাহ রাফায়েত চৌধুরী, লামিয়া আলম, আরোমা দত্ত, কবিতা ভোস, মোহাম্মদ তাওহিদুল হক, শাহিন আনাম,লুৎফর রহমান, সুমনা সুলতানা মাহমুদ, ইসরাত করিম ইভ।এই গৌরব আপনার আমার আমাদের সবার। সবাই মিলে সমাজ বিনির্মানে এভাবে ভূমিকা রাখলে অদূর ভবিষ্যতে আমরা অনেক সুন্দর একটি দেশ পাবো বলে মনে করছি। আসুন হাতে হাত মিলিয়ে কাজ করে যাই সমাজের জন্য, কেনো স্বীকৃতি নয়, বরং সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খুঁজে বের করি। এতে আমাদের দেশের তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ন।

More from Author

No data was found
Address:
86/1 RK Tower, Bir Uttam C. R. Datta Road, Banglamotor, Dhaka -1205
Get Connected
Groups

© All rights reserved 2022

Developed by      Aachol Foundation