Facebook Live
27 Jan, 2023

"শিক্ষার্থীদের আত্ম*হত্যার প্রবণতা; সমাধান কোন পথে?"

img_2_1674759688050

বিস্তারিত

বিষয়ঃ “শিক্ষার্থীদের আত্ম*হত্যার প্রবণতা; সমাধান কোন পথে?”

আত্ম*হত্যা মূলত সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য। কিন্তু এই বিষয়টি যেনো এখন আমাদের প্রতিদিনের একটি সাধারণ নিউজে পরিণত হয়েছে।  এই বিষয়ে সচেতনতা একটি জীবনকে বাচিঁয়ে দিতে পারে।
২০২২ সালের তথ্য ভিত্তিক এই পরিসংখ্যান নিয়ে প্রেস কনফারেন্সটি অনুষ্ঠিত হবে আগামীকাল (২৭ জানুয়ারি, ২০২৩) ঠিক সকাল ১০টায়।

অতিথি হিসেবে থাকবেন :
তাহমিনা ইসলাম
প্রফেসর, সমাজকর্ম বিভাগ,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শাহরিনা ফেরদৌস
সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট,
ব্যবস্থাপনা অংশীদার এবং পরামর্শক মনোবিজ্ঞানী,
সেরেনিটি -একটি মনোসামাজিক সহায়তা কেন্দ্র, চট্টগ্রাম।

মাধ্যমঃ ফেইসবুক লাইভ।

 

Address:
86/1 RK Tower, Bir Uttam C. R. Datta Road, Banglamotor, Dhaka -1205

© All rights reserved 2025

Developed by Aachol Foundation