স্থানঃ ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
১২ই নভেম্বর, ২০২২ ইং সকাল ১০ টা থেকে দুপুর ১ টা
Happiness & me! (Let the world smile with you)
বিস্তারিত
জীবনে সুখী হতে কিংবা সুখী জীবনযাপন করতে কে না চায়! কিন্তু সুখ কি সবাইকে ধরা দেয়? আর সুখ ধরা দিলেও আমরা কেন সেটাকে আগলে রাখতে পারিনা?
সুখ হচ্ছে প্রজাপতির মতো। প্রজাপতি ধরতে গিয়ে তুমি যদি অতিরিক্ত চঞ্চলতা দেখাও,তাহলে ধরতে গেলেই সেটি উড়ে যাবে।যদি অতিরিক্ত শান্তভাবে আগাও, তাহলে ধরার আগেই পালিয়ে যাবে।আবার যদি অতিরিক্ত মনোযোগ দাও, তাহলে শেষমুহুর্তে অবশ্যই লক্ষ্যভ্রষ্ট হবে। আর অতিরিক্ত বেখেয়ালি হলে তুমি তাকে দেখতেই পাবে না।
সুখ তেমনই!
সুখ তেমনই!
সুখের প্রকৃত অর্থ না জানলে আপনি সুখের দেখা পাবেন না। আবার সুখী হওয়ার চেষ্টা না করলে সুখ ধরা দিবে না। সুখ লাভের জন্য অতিরিক্ত চিন্তা করলে মানসিক অশান্তি পাবেন, আর সুখকে না চাইলে পাবেন একটি অসার,জড়বস্তুর ন্যায় জীবন।
আপনাদের জন্য এই সুখ কে গভীরভাবে চিনতে আর জানতে এবং নিজের মধ্যে সেটি রোপণ করে নেয়ার পথকে আরও সহজ করে দিতেই, আঁচল ফাউন্ডেশনের প্রজেক্ট হ্যাপিনেস টিম নিয়ে আসছে “Happiness & me! (Let the world smile with you)” ওয়ার্কশপটি।
ওয়ার্কশপটিতে মুখ্য স্পিকার হিসেবে থাকছেন বাংলাদেশের একমাত্র সার্টিফাইড হ্যাপিনেস কোচ, ইলিয়াস কাঞ্চন স্যার। স্যার যে
টপিকগুলোর উপরে সেশন নিবেন:
১। কিভাবে আমরা আত্মনির্ভরশীলভাবে সুখী হতে পারব।
২। নিজের ভেতরকার নেতিবাচক অনুভূতিগুলোকে কিভাবে মোকাবেলা করব।
১। কিভাবে আমরা আত্মনির্ভরশীলভাবে সুখী হতে পারব।
২। নিজের ভেতরকার নেতিবাচক অনুভূতিগুলোকে কিভাবে মোকাবেলা করব।
ওয়ার্কশপটি থেকে পাচ্ছেন:
- হ্যাপিনেস কোচ, ইলিয়াস কাঞ্চন স্যার এর হ্যাপিনেস এর উপর ২ টি সেশন
- কুইজ
- ছোট্ট উপহার
- স্ন্যাকস
- সার্টিফিকেট
রেজিষ্ট্রেশন ফি: ২০০ টাকা
Early Bird ফি: ১০০ টাকা ( ১ম নভেম্বর – ৭ম নভেম্বর)
Early Bird ফি: ১০০ টাকা ( ১ম নভেম্বর – ৭ম নভেম্বর)
বিকাশ/নগদঃ 01952762882 অথবা রকেট: 01873301380
তারিখঃ ১২ই নভেম্বর, ২০২২ ইং
সময়ঃ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা
স্থানঃ ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
তারিখঃ ১২ই নভেম্বর, ২০২২ ইং
সময়ঃ সকাল ১০ টা থেকে দুপুর ১ টা
স্থানঃ ব্যবসায় শিক্ষা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়