Virtual Etiquette & Its Legal and Mental Impact
বিস্তারিত
আড্ডা এবং কথাবার্তার কেন্দ্রস্থল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। কেউ যখন জিজ্ঞেস করে ‘কেমন আছ?’ আমরা ‘ভালো আছি’ বলি না, বলি ‘সুস্থ আছি’।
অদূর ভবিষ্যতে আমাদের ব্যক্তিগত জীবনে তো বটেই, এমনকি পেশাগত ক্ষেত্রেও যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠতে চলেছে এই ভার্চুয়াল জগত। আর তাই এর সঙ্গে ভার্চুয়াল শিষ্টাচার, নৈতিকতা, আইনি ও মানসিক প্রভাব নিয়েও ভাবার সময় হয়ে উঠেছে। আমাদের এখন ভার্চুয়াল শিষ্টাচার এর ক্ষেত্রে নজর খুব কম দেয়া হয় যার প্রভাব আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবনে মানসিক স্বাস্থ্যের উপর পড়ছে পাশাপাশি ব্যক্তিগত জীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
“শিষ্টাচার ” শব্দটি শুনলেই আমরা এর গূঢ়ার্থ বুঝতে পারি আমাদের সার্বিক জীবনে। তবে প্রযুক্তিগত উন্নয়নের জন্যে সাইবার দুনিয়ায় শিষ্টাচারের গুরুত্ব দিন-দিন বেড়েই চলছে – তাতে সম্ভবত আমাদের দৃষ্টি পড়ছে না।
সাইবার দুনিয়ায় শিষ্টাচারের স্বরূপ এবং তার বিভিন্ন মানসিক প্রভাব নিয়ে আচঁল ফাউন্ডেশন এর প্রজেক্ট আওয়াজ আগামী ২৬ নভেম্বর ২০২২- শনিবার একটি অনলাইন ওয়েবিনার আয়োজন করতে যাচ্ছে।